ভূরুঙ্গামারীতে ক্যান্সার নিরাময়ে সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ৮ই নভেম্বর ২০২৪ ০৬:৫৬ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ক্যান্সার নিরাময়ে সচেতনতামূলক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্যান্সার নিরাময়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার মাদার ক্লিনিক এন্ড নার্সিং হোমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম রিপন এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।


বীকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ক্যান্সার নিরাময়ে সচেতনতামূলক সেমিনারে সভাপতিত্ব করেন মাদার ক্লিনিক এন্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন স্বপন। 


রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোখলেসুর রহমান সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে গাইনী বিশেষজ্ঞ ডা. কামরুন্নাহার জুঁই এবং আরীফুর রহমান শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।


সেমিনারে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা.শফিকুল ইসলাম রিপন বলেন, ক্যান্সার হলে ভীত হওয়ার কিছু নেই, সময় মতো সঠিক চিকিৎসায় ক্যান্সার রোগ ভালো হয়।