ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ' সরাইল পরগনা' যার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। সরাইলের প্রাচীনকালে পরগনার জমিদার ও শাসকেরা যে দিকে ঘোড়ায় চড়ে শিকার করেছেন, সেই ঘোড়ার পায়ে যে রাস্তা হয়েছিল, আজ ও ঐতিহ্যের কথা এমন করে বলেছেন, গ্রামাঞ্চলের ৮০- ৮৫ বয়সের মানুষরা'।এমন গ্রামের মাটির কাঁচা রাস্তা সরাইল সদর ইউনিয়ন উচালিয়াপিড়া গ্রাম ও নোয়াগাঁ ইউনিয়নের গোগদ (ইসলামাবাদ) এ দুই গ্রামের বন্দের মধ্যে দিয়ে মাঠির কাঁচা রাস্তাটি পাকা হলে কমবে দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ। রক্ষা হবে অতিতের আর ঐতিহ্যের রাস্তাটি।
গ্রাম বাংলার পথ গুলো সাধারণত গ্রামের ভিতর দিয়ে আকাবাকা হয়ে গ্রামের গ্রাম বেয়ে চলে গেছে। যা দিয়ে গ্রাম বাংলার মানুষ চলাচল করে। ক্লান্ত হলেই পাশে গাছের ছায়া গিয়ে বিশ্রাম নেয়। ফলে মানুষ বৃষ্টির দিনে পিচ্ছিল হওয়া রাস্তা দিয়ে হাটতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। তা সত্ত্বেও মানুষের অন্য কোন উপায় থাকে না। কিন্তু গ্রামের মানুষের কাছে এতটাই প্রিয় এই রাস্তাগুলোর পাশ দিয়ে চলতে গিয়ে চোখেপড়ে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য। এর মধ্য সবচেয়ে ভাল লাগে গ্রামের মাঠির রাস্তা দিয়ে হেটে যাওয়া স্কুল ছাএ ছাত্রি কলেজের শিক্ষক - শিক্ষার্থীদের।
সরাইল উপজেলার উচালিয়া পাড়ার ভিতর দিয়ে গোগদ বর্তমান ইসলামাবাদ গ্রামের মানুষ প্রতিদিন এ রাস্তায় দিয়ে উপজেলায় আসে, ব্যবসা, অফিসের কাজে, চিকিৎসাসহ এ রাস্তাটি অনেক পুরনো উচালিয়াপাড়া - গোগদ ইসলামাবাদ গ্রামের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে।
কৃষক কৃষাণী রাস্তা দিয়ে জমির ধান ঘরে তুলে। রাস্তাটি পাকা করণের দাবী করেছে ভুক্তভোগী দুই এলাকার মানুষ। কাঁচা মাটির রাস্তার পাশে যারা বসবাস করতেছে তারা অনেকে এ প্রতিনিধিকে জানান, আমরা কয়েক দিন পর পর নিজেদের টাকা দিয়ে মাঠি দিয়ে মেরামত করতে হয়, দেখেন বৃষ্টিতে আরো কষ্টের সীমা বেড়ে যায়, রাস্তার পাশে মদির দোকানদার বলেন, গত কালকে আমি নিজে দুই ট্রাক বালু ফেলেছি। আর কতো দিন এইভাবে চলবে। আমরা শুনছি এ রাস্তাটি সরাইল পরগনার জমিদাররা ঘোড়ায় করে এ রাস্তা দিয়ে শিকার করতে আসতো।
জমিদার আমল থেকে মাঠির কাঁচা রাস্তা এখনো আগের অবস্থা আছে। তার মধ্যে গোগদ গ্রামের মানুষ বাজারে আসা যাওয়া করে এ মাঠির কাঁচা রাস্তা দিয়ে। ঐ এলাকার অনেক শিক্ষার্থীরা স্কুল ও কলেজে এ মাঠির কাঁচা রাস্তা দিয়ে আসে। এখন আমরা সহ দুই এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি। এই রাস্তাটি পাকা হলে গাড়িতে আসা-যাওয়া করলে মানুষের উপকার হবে সময় কম লাগবে, কমবে দুর্ভোগ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।