দেবীদ্বার পাগলা কুকুরের কামড়ে ৬ শিশু- কিশোরসহ ৮/১০ জন গ্রামবাসী মারাত্মক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার পীর মহেশপুর গ্রামে একটি পাগলা কুকুর ওই তান্ডব চালিয়েছে বলে জানা যায়। আহত ৬ শিশু- কিশোরকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিক্ষুব্ধ গ্রামবাসী পাগলা কুকুরটিকে মেরে ফেললেও পার্শ্ববর্তী এলাকায় কুকুর আতঙ্কে যেখানে কুকুরের দেখা মিলছে সেখানেই ধাওয়া করার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, পীর মহেশপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে নিহাদ(৫), আবুল কালাম আজাদ’র মেয়ে মিম আক্তার(৮), মাহমুদা(৪), নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী আবুল বাশার’র মেয়ে শান্তা(১৪), সাফিনা বেগম(৩৫)সহ আরো অজ্ঞাত ৩/৪জন।
মহেশপুর গ্রামের মোঃ হাসান জানান, আমাদের গ্রামে একটি পাগলা কুকুর অন্ত:ত ৮/১০ জনকে কামড়িয়েছে। ৬ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুজনকে কুমেক হাসপাতালে পেরন করা হয়েছে। আহতদের মধ্যে মিম নামের ৮ বছরের একটি মেয়ের কান ও গাল ছিড়ে ফেলে। এদিকে পাগলা কুকুরটিকে গ্রামবাসীরা মেরে ফেললেও। কুকুর আতঙ্কে পার্শ্ববর্তী গ্রামগুলোতে কুকুর দেখা মাত্রই ধাওয়া ও হত্যার চেষ্টা করছে বলে শোনেছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।