ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২১শে আগস্ট ২০২০ ১০:৪১ পূর্বাহ্ন
ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার

জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে গ্রেপ্তার করা হয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়ালের তহবিল নিয়ে জালিয়াতি করায় ব্যাননসহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। খবর সিএনএনের।যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়ালের জন্য তহবিল গঠন করতে চালানো ক্যাম্পেইনে দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

‘উই বিল্ড দ্য ওয়াল’ শীর্ষক ওই প্রচারে ২ কোটি ৫০ লাখ ডলার অর্থ সংগ্রহ করা হয়েছিল। ব্যানন পেয়েছিলেন ১০ লাখ ডলারেরও বেশি। এই তহবিলের কিছু অংশ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে।যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইউর্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্যাননের সঙ্গে বাকি তিনজন ব্রায়ান, এন্ড্রু এবং টিমোথিকেও গ্রেপ্তার করা হয়েছে।

ম্যানহাটেনের ফেডারেল কোর্ট বলছে, ব্যাননসহ বাকিরা মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্য জোগাড় করা সব অর্থ উক্ত খাতে ব্যয়ের কথা বললেও তারা সেটি করেননি। এর মধ্যে ১০ লাখ ডলার সংগ্রহ করা ব্যানন নিজের ব্যক্তিগত কাজে লাখ খানেক ডলার ব্যবহার করেছেন। অন্যদিকে ব্রায়ান ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন লাখ ডলার।