প্রকাশ: ১৮ জুন ২০২০, ১৭:৪৮
মহামারি করোনার হাত থেকে বাঁচতে বিশ্বব্যাপী চলছে লকডাউন। আর এই কারণে পরিবেশ দূষণ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। এই সুযোগে নিজের আসল রূপ ফিরে পাচ্ছে প্রকৃতি। আর উপহার দিচ্ছে বিস্ময়কর বিভিন্ন দৃশ্য। এবার যেন ইতিহাসের দরজা খুলে দিয়েছে প্রকৃতি।
দ্য সান’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, তুরস্কের ইজনিক হ্রদের নিচে ৩৯০ খ্রিস্টাব্দে নির্মিত গির্জার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। তলিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শনটি রয়েছে পানি তল থেকে মাত্র দেড় থেকে দু’মিটার গভীরে। এই প্রথম এতো স্পষ্ট করে সেটিকে দেখা গেল পানির ওপর থেকেই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে তার ছবিও তোলা হয়েছে।