প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৭:১৯
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৩৮ জন নারী-শিশুসহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা ব্যক্তিদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গভীর পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে পাচারকারীদের আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৮ জন শিশুকে উদ্ধার করা হয়। এসব ভুক্তভোগীদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃতদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা তাদের অনেককে মুক্তিপণ আদায়ের জন্য আটকে রেখে নির্যাতন করছিল। পরিবার থেকে টাকা আদায় করতে ব্যর্থ হলে বিদেশে পাচারের হুমকি দেওয়া হতো।
কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, মানবপাচার একটি ভয়াবহ অপরাধ। এ ধরনের অপতৎপরতা রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত নারী-শিশু ও পুরুষদের শিগগিরই সামাজিক সুরক্ষা নিশ্চিত করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হতে হবে বলে মত দেওয়া হয়েছে।