প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, আওয়ামী লীগকে ঘিরে ড. মুহাম্মদ ইউনূসের সরকার ছেলেখেলা করছে। তিনি অভিযোগ করেন, সরকারপ্রধান একদিকে নির্বাহী আদেশে সিদ্ধান্ত দেন, আবার অন্যদিকে সেই সিদ্ধান্তকে ঘুরিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। এতে বোঝা যায়, তিনি ভয়ে আছেন এবং দুর্বল অবস্থানে পড়েছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিলোফার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে ড. ইউনূস নিজেই বলেছিলেন, এইভাবে নিষিদ্ধ করা সম্ভব নয়। এমনকি তার আইন উপদেষ্টাও একই মন্তব্য করেছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে আবার বিদেশে গিয়ে ভিন্ন সুরে কথা বলে বিষয়টি স্থগিতের মতো ব্যাখ্যা করা হয়।
তিনি মনে করেন, সরকারের এমন দ্বৈত অবস্থান প্রমাণ করে যে, তারা ক্ষমতায় টিকে থাকতে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। একবার নিষিদ্ধ, আবার স্থগিত, আবার উইথড্র করার ইঙ্গিত—এসবকে নিলোফার ছেলেখেলার সঙ্গে তুলনা করেন।
নিলোফার অভিযোগ করেন, সরকারপক্ষ তাদের পছন্দের দল বা গোষ্ঠীকে মাঠে নামতে দিচ্ছে। তাদের সভা-সমাবেশে ছাড় দিচ্ছে, আবার বিরোধীদের ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে। এতে রাজনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, দেশের অনেক মানুষ মনের দিক থেকে ভেঙে পড়েছে। প্রায় অর্ধেক জনগণ আশা হারিয়ে ফেলেছে। সরকার তাদের সমালোচনা সহ্য করতে না পেরে মানুষকে পালিয়ে যেতে বাধ্য করছে। অথচ বিরোধী দল শুধু বিচার চেয়েছিল, পালিয়ে যেতে বলেনি।
তার মতে, সরকারপ্রধান যদি সত্যিই এতটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন, তবে তা দেশের জন্যও অশনি সংকেত। একদিন তিনি নিষিদ্ধ বলছেন, পরদিন স্থগিত বলছেন, আবার অন্যদিন বলছেন যেকোনো সময় সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে।
তিনি প্রশ্ন রাখেন, এই অবস্থান কি ভয় থেকে আসছে, নাকি রাজনৈতিক কৌশল? তার মতে, ভেতরে ভেতরে সরকারপ্রধান হয়তো চান আওয়ামী লীগ টিকে থাকুক, কিন্তু পরিস্থিতির চাপে দ্বিধাগ্রস্ত অবস্থান নিচ্ছেন।
নিলোফারের মতে, এভাবে সিদ্ধান্ত বদলাতে থাকলে সরকারের ওপর জনগণের আস্থা আরও কমবে। রাজনীতিকে ছেলেখেলার মতো চালালে জনগণ রাজনীতির প্রতি নিরাশ হয়ে পড়বে, যা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।