প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৭:২৭
বরিশালের হিজলা উপজেলায় মরহুম সাংবাদিক আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনা করে তার সহপাঠীদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় সৈয়দ মকবুল আলম প্রতিষ্ঠিত ইকরা হিফজুল কুরআন মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।
সাংবাদিক আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তার সহপাঠীরা জানান, তুষার ছিলেন হিজলা উপজেলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থী। তাদের উদ্যোগেই এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশ নেন পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের হিজলা উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মরহুমের পিতা বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, তার ছোট ভাইসহ এলাকার সম্মানিত ব্যক্তিরা। তারা সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৮ সেপ্টেম্বর রাতে স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরিফিন তুষার। তার অকাল মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজসহ সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
দোয়া মাহফিলে মরহুমের পিতা আবেগঘন কণ্ঠে বলেন, মানুষের পৃথিবীতে আসার একটি ক্রম আছে, কিন্তু বিদায় নেওয়ার কোনো ক্রম নেই। তিনি বলেন, ছেলের কাঁধে আমার লাশ যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের বিধান উল্টো হলো, আমাকে ছেলের লাশ বহন করতে হয়েছে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে সবার উদ্দেশে বলেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এই সময় উপস্থিত সবাই আমিন বলেন এবং দোয়ায় শরিক হন।
আয়োজকরা জানান, সাংবাদিক আরিফিন তুষারের স্মৃতিকে হৃদয়ে ধরে রাখার জন্য তাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি ছিলেন সবার কাছে প্রিয় ও অনুপ্রেরণাদায়ক এক মানুষ, যার অবদান বরিশালের সাংবাদিক মহলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।