প্রকাশ: ১৭ জুন ২০২০, ০:৫৫
কথায় বলে চোরেরও ধর্ম আছে। তাই মাঝেমাঝে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে চুরির পর চোরাই মাল ফিরিয়ে দিলো চোর। তবে পাকিস্তানের দুই ছিনতাইকারী শুধু ফিরিয়ে দেওয়া নয়, তাদের শিকার ব্যক্তিটিকে বুকে জড়িয়েও ধরেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্য এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে।