মহামারি করোনা ভাইরাসে এমনিতেই ভয়াবহ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র। এর মাঝে নিউইয়র্কে বিরল প্রদাহজনিত উপসর্গ নিয়ে এ পর্যন্ত তিন জন শিশু মারা গেছে। শনিবার( ৯ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। ধারণা করা হচ্ছে, করোনা থেকেই ওই শিশুদের দেহে রহস্যময় উপসর্গটি দেখা দেয়।
সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানায়, শিশুদের দেহে এ বিরল উপসর্গ নিয়ে তিনি চিন্তিত। এ রোগের বিষয়ে কুয়োমো বলেন,এমন রহস্যময় উপসর্গ নিয়ে ৭৩টি শিশু চিকিৎসাধীন আছে। আমরা জানিনা এটা করোনা থেকে হয় কি না। এই উপসর্গ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে ।
জানা গেছে, রহস্যময় এ উপসর্গে বেশ কিছু শিশুর ক্রমাগত জ্বর, কাওয়াসাকি রোগ বা টক্সিক শক সিনড্রোমের মতো উপসর্গ দেখা দিয়েছে। কাওয়াসাকি রোগের কারণে ধমনীর প্রাচীরে এক ধরনের প্রদাহ তৈরি হয় এবং হৃদপিণ্ডে রক্তের সরবরাহ কমিয়ে আনে।
এর আগে ব্রিটেন,ইতালি, স্পেনেও কিছু শিশুর দেহে খুবই বিরল উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গ করোনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা শিশুদের দেহে এ ধরনের উপসর্গকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।