প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১১:১১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি খুব শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন। বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে সোমবার এ ঘোষণা দেন তিনি। সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর তা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।
দেশে ফেরেননি কেন— এমন প্রশ্নে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণেই এতদিন ফেরা সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে বলে মনে করছেন তিনি। তার ভাষায়, “ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসব।” দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলেও দেশে ফেরার আকাঙ্ক্ষা তাঁর মধ্যে সবসময় জাগরুক বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, রাজনীতি মানেই জনগণের সঙ্গে থাকা। একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা তার দায়িত্ব। জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিএনপি দূরে থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
তারেক রহমান বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে— নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব। রাজনীতি থেকে দূরে না গিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপি নির্বাচনে অংশ নিলে প্রধানমন্ত্রী পদে তাকে দেখা যাবে কিনা— এমন প্রশ্নে তারেক রহমান বলেন, এটি সম্পূর্ণ বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। আর দলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে বিএনপির নেতৃত্ব। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, জনগণের রায়ই হবে দেশের রাজনৈতিক ভবিষ্যতের নির্ধারক শক্তি।
খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। গণতান্ত্রিক অধিকার যতবার হরণ হয়েছে, ততবার তিনিই সামনে এসে লড়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম, জেলে একজন সুস্থ মানুষ গেছে, কিন্তু বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাঁকে চিকিৎসার যথাযথ সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এসব ঘটনা দেশবাসী জানে ও মনে রেখেছে।
তারেক রহমান বিশ্বাস করেন, খালেদা জিয়া যদি শারীরিকভাবে সক্ষম থাকেন, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন। তিনি মনে করেন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দলের প্রত্যেক সদস্যের ঐক্য ও ত্যাগ অপরিহার্য।