খুব শীঘ্রই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদুল নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মসজিদে নববী ও পবিত্র কাবাঘর বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস। স্থানীয় গণমাধ্যমে এবং সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কাবা শরীফের চারপাশ প্রদিক্ষণ এর মাধ্যমে তাওয়াফ, সাফা মারওয়া পাহাড় সাঈ এবং রওজা শরীফের সালাত আদায় করতে পারেন এই বিষয়ে ইতিমধ্যে প্রেসিডেন্সির পরামর্শে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ৬টি শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে কাবা ঘর এবং মসজিদে নববীর প্রতিটি গেটে অত্যাধুনিক থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে এসব ক্যামেরার মাধ্যমে প্রতিটি প্রবেশ পথে একসাথে কমপক্ষে ২৫ জনের তাপমাত্রা সঠিকভাবে স্ক্যান করা যাবে। সেন্ট্রাল ব্যবস্থাপনার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ ও তাপমাত্রা মেপে প্রবেশ করতে হবে ।
সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের অধিকতর চিকিৎসার জন্য প্রেরণ করার জন্য স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মসজিদের প্রেসিডেন্সি বিষয়ক এই প্রধান।