প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১৫:৪৫
ইতালিতে মৃত্যুর সংখ্যা কমার পরদিন আবার বেড়ে গেল। এতে ইতালিবাসীর মধ্যে আবার হতাশা নেমে এসেছে। সোমবার (১৩ এপ্রিল) মৃতের সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে, এদিন মোট মৃত্যুবরণ করেছে ৫৬৬ জন। রবিবার এ সংখ্যা ছিল ৪৩১ জন। শনিবার ছিল ৬১৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন আক্রান্ত তিন হাজার ১৫৩ জন।
দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীরর সংখ্যা তিন হাজার ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২২৪ জন। চিকিৎসাধীন এক লক্ষ ৩ হাজার ৬১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ হাজার ৪৩৫ জন।