প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ২১:৭
নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় শনিবার (৪ অক্টোবর) বিকেলে আকস্মিক ঝড় ও মুষলধারে বৃষ্টি বয়ে গেছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া প্রায় আধঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় অনেক এলাকা এখনও অন্ধকারে রয়েছে।