প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১৯:৪৫
নিউইয়র্কে জনপ্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মা জাহানারা বেগম (৭৬) করোনায় আক্রান্ত হয়ে ১২ এপ্রিল রবিবার ইন্তেকাল করেছেন। ব্রঙ্কসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একইদিন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট জয়দেব সরকার (৫২)ও এলমহার্স্ট হাসপাতালে পরলোকগমন করেছেন। এদিন, আপস্টেট নিউইয়র্কে বাংলাদেশিদের নতুন বসতিকেন্দ্র বাফেলোতে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। এরা হলেন মোহাম্মদ জাকির (৩৮) এবং শামসুজ জহীর (৪০)।
এর আগে গত শুক্রবার জ্যামাইকাস্থ দারুস সালাম মসজিদের সাবেক ইমাম মাওলানা ইসহাক (৮১) নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ১১ এপ্রিল শনিবার মারা গেছেন এস্টোরিয়াস্থ প্রবীণ প্রবাসী দেওয়ান আফজাল চৌধুরী (৭২)। হাসপাতাল এবং সংশ্লিষ্টদের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।এ নিয়ে ২৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১১৫ বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে।
গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে মারা গেছে মোট ৪৭ জন এবং করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৫০৪ জন। এরমধ্যে সস্রিাধিক বাংলাদেশি রয়েছেন বলে সিটি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা জানান। নিউইয়র্ক স্টেটে মারা গেছে মোট ৯৩৮৫। ১২ এপ্রিল রবিবার রাত ১১টা পর্যন্ত সারা আমেরিকায় মারা গেছে মোট ২২১১৫ জন। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৪৩৩ জন।