প্রকাশ: ৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৪
ভেনিজুয়েলার সুপ্রিমকোর্টের বিচারক ক্রিস্টিয়ান সেরপা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছর একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছাড়েন এ বিচারপতি। ভেনিজুয়েলা ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর বিচারপতি ক্রিস্টিয়ান সেরপা ফ্লোরিডা রেডিও স্টেশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গত বছরের নির্বাচন ‘সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি’। প্রেসিডেন্ট মাদুরো সুপ্রিমকোর্টকে নিজের পক্ষে ব্যবহার করেন। এর প্রতিবাদেই তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন।
ইনিউজ ৭১/এম.আর