ভেনিজুয়েলার সুপ্রিমকোর্টের বিচারক ক্রিস্টিয়ান সেরপা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছর একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছাড়েন এ বিচারপতি। ভেনিজুয়েলা ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর বিচারপতি ক্রিস্টিয়ান সেরপা ফ্লোরিডা রেডিও স্টেশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গত বছরের নির্বাচন ‘সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি’। প্রেসিডেন্ট মাদুরো সুপ্রিমকোর্টকে নিজের পক্ষে ব্যবহার করেন। এর প্রতিবাদেই তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন।
তবে ভেনিজুয়েলার সুপ্রিমকোর্ট বলছে, মাদুরোর ক্ষমতায় বসার প্রতিবাদে নয়, সাবেক এ বিচারক তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির বিচার এড়াতেই দেশ ছেড়ে পালিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে মাদুরোবিরোধীরা অভাবিত জয় পেলে ভেনিজুয়েলার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হাতছাড়া হয়ে যায়। সেরপা সেই সময় প্রেসিডেন্টের হয়ে কংগ্রেসের ক্ষমতা খর্বের পক্ষে মত দিয়েছিলেন। গত বছরের নির্বাচনে বিজয়ী মাদুরো বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন। ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত ওই ভোটের প্রতিবাদে ১৪ দেশ কারাকাস থেকে তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে এনেছিল; যুক্তরাষ্ট্র দেশটির ওপর দিয়েছিল নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্য সংকটের কারণে গত কয়েক বছরে লাখ লাখ নাগরিক ভেনিজুয়েলা ছেড়ে পালিয়ে গেছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।