প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:১

সৌদি আরব আরও দুটি অ্যালকোহল স্টোর চালুর পরিকল্পনা করছে—যা দেশটির বহু দশকের ধর্মীয় নিষেধাজ্ঞা শিথিলের ধারাবাহিকতার আরেকটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই দুটি দোকানের একটি থাকবে আরামকোর মালিকানাধীন ধাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি খোলা হবে জেদ্দায় কূটনীতিকদের জন্য।
