প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, ১১:২৭
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সেবু দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে দ্বীপটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ এখনও চলমান এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। বোগো শহরে প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করে। এখানে চার শিশুসহ নয়জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজনের বাড়ি ভূমিধসে চাপা পড়েছিল।
বোগো শহরের নিকটবর্তী সান রেমিগিও পৌর এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাবুয়েলান এলাকায় একজনের মৃত্যু হয়েছে। সান রেমিগিও এলাকার একটি খেলাধুলার স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য। একই এলাকার ধ্বংসস্তূপ থেকে আরও একজন শিশু নিহত হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী দলের কর্মকর্তা উইলসন রামোস বার্তা সংস্থা এএফপিকে জানান, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। রাতের অন্ধকার এবং ভূমিকম্প-পরবর্তী একাধিক পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তিনি জানান, কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও নিশ্চিত নয়।
ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেবু শহরসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে মধ্যরাতের পর ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করেছে।
বানতাইয়ান শহরের ২৫ বছর বয়সী বাসিন্দা মারথাম প্যাসিলান জানান, ভূমিকম্পের সময় তিনি একটি ক্ষতিগ্রস্ত গির্জার কাছে ছিলেন। হঠাৎ তিনি গির্জার দিক থেকে বিকট শব্দ শুনে দেখেন পাথর ভেঙে পড়ছে। সৌভাগ্যবশত কেউ আহত হননি।
মারথাম বলেন, তিনি একসঙ্গে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। শারীরিকভাবে নড়াতে পারছিলেন না, কেবল কম্পন থামার অপেক্ষায় ছিলেন। এ ধরনের ভূমিকম্পের সময় স্থানীয়দের সতর্ক থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল সেবু দ্বীপের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।