প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, ১১:১৮
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর রাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সিআইটি) এস এম হাবিবুল হাসান। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে হরিজনদের অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার সদস্যরা, সঙ্গে ছিলেন সাধারণ দর্শনার্থীরাও।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠভাবে পালন করতে পারেন, এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে রয়েছে।
পরে তিনি চন্ডিপুর সার্বজনীন পূজা মণ্ডপে যান। সেখানে উপস্থিত পূজা উদযাপনকারীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং সহায়তার আশ্বাস দেন। এছাড়া গোহাড়া পূজা মণ্ডপও পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি দশমীর দিনে সূর্য অস্তের সাথে সাথে প্রতিমা বিসর্জনের আহবান জানান। এটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি সকলকে উৎসব উদযাপনের সময় সামাজিক নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, জামায়াতের পৌর মেয়র প্রার্থী মোঃ মীর শহীদ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সাধারণ জনগণও উপস্থিত ছিলেন এবং প্রশাসনের সঙ্গে সরাসরি মতবিনিময় করার সুযোগ পান। এতে স্থানীয়দের মধ্যে উৎসব উদযাপনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।
অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান জানান, হাকিমপুরের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও আনসার সদস্যরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে উদযাপিত হবে এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে।