প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:৪৭
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার চার আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ও মঙ্গলবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার কাজেম মণ্ডলের ছেলে মাজেদ মণ্ডল, যিনি দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া হোসেন মণ্ডলপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মমিনুল ইসলাম, যিনি দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব।