প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২২:৫
আশাশুনি উপজেলার রাধাবল্লভপুরে নদী খননের পর ওয়াপদার পাশে পানি নিস্কাশনের প্রধান নদীতে আড়াআড়ি বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এই কাজের কারণে ব্রাহ্মণতেঁতুলিয়া ও রাধাবল্লভপুর গ্রামের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এলাকাবাসী এবং অভিযোগকারীরা ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক প্রতিকার আবেদন দায়ের করেছেন।