
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: রিজভী

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৪:৩৬
শেয়ার করুনঃ

বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছেন। দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা জরুরি। অথচ বিএনপির বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের চেতনার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই এই সরকারের দায়িত্ব হলো গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা। এর মধ্যে নির্বাচন অন্যতম। যদি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে ষড়যন্ত্র আরও গভীর হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। বিএনপি চায় সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হোক এবং নির্বাচিত সরকার সেই সংস্কারকে আইনি রূপ দিক।
নিউইয়র্ক টাইমসে বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে রিজভী বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পরাজিত শক্তি মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, অবৈধ অর্থ ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার ষড়যন্ত্র চলছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
রিজভী বলেন, বিএনপি এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং জনগণের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে। সরকারকে এই ধরনের অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
