পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজী পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সকালে বাদশা ফরাজীর পরিবারের সদস্যরা জমিতে কাজ করার সময় কুদ্দুস ফরাজীর পক্ষ থেকে হামলা চালানো হয়। সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আহতদের তালিকায় বাদশা ফরাজী পরিবারের ৭ জন এবং কুদ্দুস ফরাজী পরিবারের ৩ জন সদস্য রয়েছেন। প্রাথমিকভাবে আহতদের কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর অবস্থায় থাকা সাতজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
কুয়াকাটা হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার মো. রিয়াজ আহতদের অবস্থা সম্পর্কে বলেন, "আহতদের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।"
ঘটনার ব্যাখ্যায় কুদ্দুস ফরাজী দাবি করেন, বাদশা ফরাজী জাল দলিল দেখিয়ে তার জমি দখল করেছেন। অন্যদিকে বাদশা ফরাজী অভিযোগ করেন, কুদ্দুস ফরাজীর লোকেরা তাদের নির্মাণাধীন ঘর ভেঙে দিয়েছে এবং আজ আবারও হামলা চেয়েছে।
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তিনি বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের স্থায়ী সমাধান হওয়া দরকার ছিল। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।