প্রকাশ: ৯ মে ২০২৫, ১৮:১
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে অটো রিকশা চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে চোরাই অটোরিকশার ব্যাটারি, মোটর, চার্জারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামালও উদ্ধার করা হয়েছে, যা সম্প্রতি একাধিক চুরির ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি ব্যাটারি, একটি ইজিবাইক মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ ও একটি টায়ার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে রয়েছেন কাটাবাড়ী গ্রামের রাসেল, তেতুলিয়া গ্রামের কাশেম পাপ্পু, বারোকোনা গ্রামের সেলিম, দক্ষিণ তেতুলিয়া পাড়ার রফিকুল ইসলাম ও মির্জাপুর গ্রামের সামিউল আলম রতন। তারা সবাই স্থানীয়ভাবে পরিচিত এবং চোরাই পণ্যের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
গত ৪ মে ফুলবাড়ীর কাটাবাড়ী বাংলা স্কুলের সামনে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার গাড়ি চুরি করার ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এই চক্রের অবস্থান নিশ্চিত করে এবং পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল জানান, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের দিকনির্দেশনায় এলাকায় অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, ফুলবাড়ী থানাকে অপরাধমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসারে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে প্রতিনিয়ত তল্লাশি অভিযানও চালানো হচ্ছে, যাতে এই ধরনের অপরাধ দমন করা যায়। স্থানীয়দের সহযোগিতায় এমন অভিযান আরও সফল হবে বলে পুলিশ আশা করছে।