বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ডের রায় বাতিল করে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর মাধ্যমে হাইকোর্টের খালাসের রায়ই চূড়ান্ত হয়ে দাঁড়ালো।
২০১৮ সালের অক্টোবরে বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি করার। তবে গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেয়। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। আজ আপিল বিভাগ সেই আপিলের শুনানি শেষে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখে।
এই মামলার সঙ্গে জড়িত অভিযোগের মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ ও তহবিলের অনিয়মের অভিযোগ ছিল। তবে, রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর একে একে সব মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। এর মধ্যে সবচেয়ে আলোচিত এই মামলাটি ছিল। আপিল বিভাগের আজকের রায়ে তার দণ্ড চূড়ান্তভাবে বাতিল হয়ে গেল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।