প্রকাশ: ৮ মে ২০২৫, ১৯:৫৯
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এতে করে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধভাবে বসবাসরত বিদেশি কর্মীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা লাভ করতে পারবেন। শুধু তাই নয়, যদি কোনো কর্মী তাঁর বর্তমান নিয়োগ প্রতিষ্ঠানে কাজ করতে না চান, তবে তিনি অন্য কোম্পানিতে স্থানান্তরের সুযোগও পাবেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন বলেন, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তার উপস্থিতি বাধ্যতামূলক। যদি কোনো নিয়োগকর্তা দায়িত্বহীন আচরণ করেন বা কর্মীর ক্ষতির কারণ হন, তবে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এ ধরনের ব্যর্থতার জন্য ভবিষ্যতে সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের নতুন কর্মী নিয়োগের কোটা আবেদনেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
বৈঠকে মালয়েশিয়ায় নতুন করে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক সিদ্ধান্তও গৃহীত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় এই কর্মী নিয়োগ সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অভিবাসীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এতে করে কাজের পরিবেশ ও নিরাপত্তা দুইই বাড়বে।
অবশেষে বহুদিনের অনিশ্চয়তা কাটিয়ে মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের জন্য এ উদ্যোগ হতে পারে নতুন একটি সুযোগের দরজা, যা কর্মসংস্থান ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।