চরমোনাই মাহফিলে মুসল্লিদের মোবাইল চুরি, ৬৪ মোবাইলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন
চরমোনাই মাহফিলে মুসল্লিদের মোবাইল চুরি, ৬৪ মোবাইলসহ আটক ৫

বরিশালের চরমোনাই মাহফিল থেকে চুরি হওয়া ৬৪ মোবাইল ফোনসহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই মো. তানজিল এ তথ্য নিশ্চিত করেন।


বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে তিনদিনব্যাপী মাহফিল চলাকালীন সময়ে মুসল্লিদের মোবাইল চুরির ঘটনা ঘটার পর কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা তদন্তে নামে। পুলিশের বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার সকালে একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে বরিশাল নগরের ফলপট্টি এলাকার আবাসিক হোটেল চন্দ্রদ্বীপের চতুর্থ তলায় চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।


আটককৃতরা হলেন পটুয়খালী জেলার গলাচিপা উপজেলার নাজমুল হাসান আনোয়ার (৩২), বাগেরহাট জেলার কচুয়া থানাধীন গজালিয়া এলাকার ওমর ফারুক (৩৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মো. ওমর (৩০), নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর এলাকার আসাদুজ্জামান (২৮) এবং গোপালগঞ্জ সদর থানাধীন কাজলিয়া এলাকার মো. বরকত (৩০)। এসময় তাদের কাছ থেকে ৬৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বেশিরভাগই চরমোনাই মাহফিলের মুসল্লিদের। চক্রটির সদস্যরা বিভিন্ন জায়গায় আয়োজিত গণজমায়েতে যোগ দিয়ে পারস্পরিক সহযোগিতায় মোবাইল চুরি করত। এর ধারাবাহিকতায় তারা হোটেল চন্দ্রদ্বীপে দুটি কক্ষ ভাড়া করে চরমোনাই মাহফিল থেকে মোবাইল চুরি করে।


এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এও জানায়, চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে।