প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটরে সহ-প্রতিষ্ঠাতা কোম্পানির বোর্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জনহিতকর কাজে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করতে চান তিনি । এ জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিল গেটস (৬৫) আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের বোর্ড থেকেও সরে গেছেন।
এক বিবৃতিতে বোর্ড থেকে পদত্যাগের কথা নিজেই জানিয়েছেন বিল গেটস। এ বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজে আরও বেশি মন দিতে চান তিনি। মাইক্রোসফট সব সময় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।প্রসঙ্গত, ২০০৮ সালের শুরুতে মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন বিল গেটস।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।