ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে, বঙ্গবন্ধুর ছবি থাকবে পুরনো নোটে

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন
ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে, বঙ্গবন্ধুর ছবি থাকবে পুরনো নোটে

বাংলাদেশ ব্যাংক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাজারে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে এই নোটগুলোতে বর্তমান প্রচলিত নোটের মতোই পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। নতুন ডিজাইনের নোট, যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকবে না, তা ঈদুল আজহার সময় বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, বর্তমানে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট মজুদ থাকায় নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। আগের নোট বাতিল করা হলে সরকারের বিপুল অঙ্কের অর্থ অপচয় হবে, যা কেন্দ্রীয় ব্যাংক এড়াতে চায়। তাই আপাতত প্রচলিত নোটগুলোই পুনরায় বাজারে ছাড়া হবে।  


তিনি আরও জানান, আগামী এপ্রিল বা মে মাস নাগাদ নতুন ছাপানো নোট বাজারে আসতে পারে। তার আগে এটি সম্ভব নয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।  


গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।  


বাংলাদেশ ব্যাংকের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন ডিজাইনের নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে। এর পরিবর্তে নতুন নোটে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ যুক্ত করা হবে। এই পরিবর্তন আনতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় কাজ চলছে।  


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নোটের ডিজাইন চূড়ান্ত হওয়ার পর ছাপার কার্যক্রম শুরু হবে। ঈদুল আজহার সময় নাগাদ এগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে পুরনো নোট বাজারে চলমান থাকবে এবং ধাপে ধাপে নতুন নোট চালু করা হবে।  


বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে অনুরোধ করেছে, নতুন নোট সংগ্রহের সময় কোনো ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না। নির্ধারিত ব্যাংক শাখা থেকে বিনিময় করতে হবে। ব্যাংকিং চ্যানেল ছাড়া অন্য কোথাও বেশি দামে নতুন নোট কেনা-বেচা হলে তা অবৈধ বলে গণ্য হবে।  


বিশেষজ্ঞরা বলছেন, নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে। তবে নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখার সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। ব্যাংক সূত্র জানিয়েছে, ডিজাইনের চূড়ান্ত অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।