রাষ্ট্রপতিকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
রাষ্ট্রপতিকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

জুলাই ও আগস্টে গণহত্যা চলাকালে নীরবতা পালন করার অভিযোগে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।


আবদুল ওয়াহেদ বলেন, ‘জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন চুপ করে ছিলেন। তিনি কোন কার্যকর পদক্ষেপ নেননি। এছাড়া এটিও কারও অজানা নয় যে, তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনা পালিয়েছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং এমপিরাও পালিয়ে গেছেন। অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনও বহাল আছেন। ছাত্রজনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি। তবে জনগণ তাকে মেনে নেয়নি এবং তিনি কায়েমী স্বার্থবাদীদের মদদে টিকে আছেন।’


এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের দাবি হলো, রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন যেন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা না রাখেন এবং তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যান।’


তিনি বলেন, “আমরা জানি, সাধারণত একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি। কিন্তু এ বছর বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে তার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে প্রতিবাদ জানানো হবে। এটি হবে গণহত্যার প্রতিক্রিয়া ও রাষ্ট্রপতির চুপ থাকার বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ।”


এদিকে, ছাত্র পরিষদের এই দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও ছাত্র সমাজের মধ্যে। অনেকেই মনে করছেন, রাষ্ট্রপতি যেন গণহত্যা ও বিভিন্ন আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হন এবং ছাত্রসমাজের দৃষ্টিকোণ থেকে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।