তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় তুরস্ক দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ তথ্য জানান।
ডেভরিম ওজতুর্ক বিদায় নেওয়ার পর নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন মুস্তাফা।
মুস্তাফা ওসমান তুরান বলেন, ‘তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়ায় ভূমিকম্পে পর থেকে নিখোঁজ রয়েছেন ডেভরিম ওজতুর্ক। সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক দায়িত্ব পালন করছিলেন তিনি।’
উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ প্রদেশে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।