মহামারী করোনাভাইরাসে কানাডায় মৃতের সংখ্যা একদিনেরও কম সময়ে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শনিবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল ১৩, তবে তা রবিবার বেড়ে হয়েছে ১৯।সাউথ চায়না মনিং পোস্টের অনলাইন প্রতিবেদন অনুযায়ী, কানাডায় এখন পর্যন্ত ১ হাজার ৩০২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরমধ্যে গত একদিনে এই সংখ্যাটা বেড়েছে সবচেয়ে বেশি।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৮৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৩৩ জনের। মোট আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৭ হাজার করোনা আক্রান্ত রোগী।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।