কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাব চত্বরে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, সহ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, অর্থ সম্পাদক চন্দন মজুমদারসহ আরও অনেকে।
প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও কাজী মাহমুদুর রহমান বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রেসক্লাবের সদস্যরা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসছেন, যা সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শীতের প্রকোপে কষ্টে থাকা মানুষের জন্য এই কম্বলগুলো আশীর্বাদস্বরূপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের শীত নিবারণে এটি খুবই উপকারী হবে।
অনুষ্ঠানে উপস্থিত এক শীতার্ত ব্যক্তি বলেন, এমন সময়ে শীতবস্ত্র পেয়ে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, “আমরা খুব কষ্টে আছি। প্রেসক্লাবের এমন উদ্যোগ আমাদের অনেক উপকার করেছে।”
এদিকে প্রেসক্লাব সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী বলেন, প্রেসক্লাব সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চায়। শীতার্তদের জন্য এই উদ্যোগ তারই অংশ। ভবিষ্যতেও প্রেসক্লাবের পক্ষ থেকে আরও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাদের মতে, এই ধরনের উদ্যোগ সাংবাদিকদের সমাজসেবার প্রতি দায়বদ্ধতাকে আরও সুসংহত করবে এবং জনগণের আস্থা বাড়াবে।
শীতবস্ত্র বিতরণের এই আয়োজন প্রেসক্লাবের সদস্যদের উদ্যোগ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উপস্থিতরা মনে করেন, এই ধরনের সামাজিক উদ্যোগ চালিয়ে গেলে সমাজে মানবিকতার প্রসার আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।