মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ আঘাত হানে। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি
টর্নেডোর আঘাতে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে যায় এবং বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আরও কয়েকটি দক্ষিণ রাজ্যে শক্তিশালী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
পশ্চিম মিসিসিপির একটি ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেন, ‘টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
মিসিসিপির গভর্নর টেট রিভস এক টুইটার পোস্টে বলেন, ‘উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান করছে।’
স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘আবহাওয়ার প্রতিবেদনগুলো দেখুন এবং পুরো রাত সতর্ক থাকুন।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।