প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ২১:৩৭
ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন। মহারাষ্ট্রের শিরপুরের ওয়াগাধি গ্রামে অবস্থিত ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণের পর সেখানে আরও ৭০ জন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (এনডিআরএফ) একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব