প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১৬:৮
এবার নিজ বাড়িতে থাকা অবস্থাতেই অপহরণের শিকার হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু-কাশ্মিরের বাদগাম জেলা থেকে জঙ্গিরা এক সেনাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই ব্যক্তি ছুটিতে নিজের বাড়িতে এসে শুক্রবার সন্ধেবেলা অপহরণের শিকার হন। সেনাসূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, অপহৃত সেনার খোঁজে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, এরআগেও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গিরা।
ফাইল ছবি: ভারতীয় সেনাবাহিনীর সদস্যকাশ্মিরের পুনওয়ামাতে ভারতের আধাসামরিক বাহিনীর ওপর জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত আত্মঘাতী হামলায় ৪০ জন নিরাপত্তাকর্মী নিহত হলে জঙ্গিবিরোধী দম অভিযানে আরও কঠোরতা আনে দিল্লি। তবে তাতে কোনও সফলতা আসেনি। বিশ্লেষকরা যদিও মনে করেন, সামরিক বলপ্রয়োগের মধ্য দিয়ে ভারত কাশ্মির সংকটের সমাধান করতে পারবে না, তবু ক্রমশ সামরিক তৎপরতায় কঠোরতা এনেই বিবাদমান সমস্যার সমাধান করতে চাইছে দিল্লি। এই দমন অভিযানে হামলা বন্ধ হওয়ার বদলে বরং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে।
ইনিউজ ৭১/এম.আর