পাংশায় যুবদল কর্মী গুলিবিদ্ধ, সন্ত্রাসীদের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন
পাংশায় যুবদল কর্মী গুলিবিদ্ধ, সন্ত্রাসীদের খোঁজে পুলিশ

রাজবাড়ীর পাংশায় সমাবেশ থেকে ফেরার পথে যুবদল কর্মী মনিরুল বিশ্বাস গুলিবিদ্ধ হয়েছেন। মনিরুল পাট্টা গ্রামের আব্বাস বিশ্বাসের ছেলে। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


এর আগে বৃহস্পতিবার বিকালে যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন সোহাগের ওপর হামলা হয়। পাট্টা ইউনিয়নের গোলাবাড়ীতে তার গতিরোধ করে কিল, ঘুষি, লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা তার পায়ের রগ কাটার চেষ্টা করে এবং ৩ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ফরহাদের মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি তার শ্যালক কাউসার হোসেনকেও মারধর করা হয় এবং তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়।


ফরহাদ দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা অতীতে আওয়ামী লীগ করলেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের কর্মকাণ্ডে বাধা দেয়ায় এই আক্রমণ হয়েছে।


এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পাট্টার জাগির নতুন বাজারে ইউনিয়ন যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতারা ফরহাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।


পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।