উপজাতি সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত, মোবাইল-টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৫:০০ অপরাহ্ন
উপজাতি সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত, মোবাইল-টাকা লুট

খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়কের লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকায় উপজাতি সন্ত্রাসীদের হামলায় তিনজন বাঙালি মারধরের শিকার হয়েছেন। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।  


আহতরা হলেন পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২), কলোনি পাড়ার মো. সোহাগ (২৩) এবং মধ্যনগরের আব্দুর রহিম (২৪)। আহতদের মধ্যে মোহাম্মদ আজাদ হোসেন বাবুর অবস্থা আশঙ্কাজনক।  


ভুক্তভোগী আব্দুর রহিম জানান, খাগড়াছড়ি থেকে পানছড়ি ফেরার পথে মোটরসাইকেলে থাকা অবস্থায় লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকায় কিছু উপজাতি সন্ত্রাসী তাদের থামায়। তারা পরিচয় জানতে চেয়ে এনআইডি কার্ড দেখতে চায় এবং সেই সুযোগে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। এর পরপরই সন্ত্রাসীরা তাদের মারধর শুরু করে।  


তিনজনের মধ্যে একজন কোনোভাবে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। বাকি দুইজন আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন। পানছড়ি থানার এসআই মো. আব্দুল আওয়াল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, আক্রমণকারীদের কাউকে সেসময় খুঁজে পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে।  


পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক বিদর্শী চাকমা জানান, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  


এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তারা জানান, প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার, না হলে রাতে চলাচল করা একপ্রকার ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।  


স্থানীয়রা আরও জানান, এর আগেও এ এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে, তবে প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবে অপরাধীরা সহজেই পালিয়ে যাচ্ছে।  


এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।