বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ১৩ দফা দাবি জানিয়েছে বিএম কলেজ ছাত্র ইউনিয়ন। দাবিগুলোর সমাধানের লক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।
মূল দাবি ও সমস্যাগুলো:
স্মারকলিপিতে উল্লেখিত ১৩ দফা দাবির মধ্যে রয়েছে:
দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া।
ছাত্রাবাসগুলোকে বসবাস উপযোগী করা।
ক্যাম্পাসের জলাবদ্ধতা দূর করার দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণ।
সেশন ফি প্রদানের পূর্ণাঙ্গ রশিদ প্রদান।
কলেজ অডিটোরিয়াম ও ক্যান্টিন পুনরায় চালু।
ক্যাম্পাসে চিকিৎসক নিয়োগ।
লাইব্রেরির বই সংরক্ষণ ও পাঠদান উপযোগী পরিবেশ তৈরি।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান। তিনি বলেন, "কিছু দাবি নিয়ে আগেই কাজ শুরু করেছি। আমার ক্ষমতার মধ্যে থেকে দ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবো।"
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, “কলেজের দীর্ঘদিনের সমস্যাগুলো শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। সেশন ফি প্রদানের পূর্ণাঙ্গ রশিদ না দেওয়ার কারণে শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া অডিটোরিয়াম ও ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছেন। চিকিৎসক না থাকায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।”
তিনি আরও বলেন, "লাইব্রেরিতে হাজার হাজার বই অযত্নে নষ্ট হচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধতা শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। কলেজের ৭টি ছাত্রাবাসের অধিকাংশই বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় দাবি হলো, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন করা।”
সুজয় সরকার আরও বলেন, "বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের হতাশ করেছে। তবে নতুন প্রশাসনের কাছে আমরা আশাবাদী। এসব সংকট সমাধান না হলে শিক্ষার্থীরা দাবিগুলো আদায়ে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।”
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি সানজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শর্মি, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সদস্য অনুপ রায় অর্ণব, মারিয়া মারজান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।