https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

শেয়ার করুনঃ
বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান বা ভাবছে না যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে এটি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সব অংশীদারকে যুক্তরাষ্ট্র আহ্বান জানাতে থাকবে বলেও জানানো হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে নির্বাচনী পরিবেশ, গণগ্রেপ্তার ও চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির মধ্যেই সরকার নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০ হাজারেরও বেশি বিরোধী নেতা-কর্মীকে আটক করা হয়েছে, নিরাপত্তা হেফাজতে মৃত্যু বাড়ছে এবং ছয় দিনে তিনজন বিরোধী কর্মী মারা গেছেন এবং টার্গেট করা ব্যক্তিকে না পেলে তার পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। নির্বাচনে জয় নিশ্চিত করার জন্য নব্য প্রতিষ্ঠিত ‘কিংস পার্টি’কে ভোটে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হচ্ছে। যদিও প্রধান বিরোধী দল বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে মার্কিন সরকার?

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জবাবে মিলার বলেন, আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি সেটিই বলব যা আমরা আগেও বেশ কয়েকবার বলেছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে জড়িত থেকে তাদের বাংলাদেশি জনগণের স্বার্থে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে থাকব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে তেল ও গ্যাসের ১৪টি নতুন খনি আবিষ্কার

সৌদি আরবে তেল ও গ্যাসের ১৪টি নতুন খনি আবিষ্কার

সৌদি আরব জ্বালানি খাতে আরও এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এম্পটি কোয়ার্টার অঞ্চলে নতুন করে তেল ও গ্যাসের ১৪টি খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি। নতুন আবিষ্কৃত এসব খনির মধ্যে রয়েছে ছয়টি তেলের খনি, দুটি তেলের রিজার্ভার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং চারটি গ্যাস রিজার্ভার।

 গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৩৮

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৩৮

ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আবারও রক্তাক্ত হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজা। সর্বশেষ হামলায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করে দেশটির সেনাবাহিনী। এতে নারী-শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন নিরীহ মানুষ। আহত হয়েছেন আরও বহু মানুষ।  গাজা শহরের শেজাইয়া পাড়ায় বুধবার রাতে চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়েন বহু মানুষ।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স, চূড়ান্ত সিদ্ধান্ত জুনে

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স, চূড়ান্ত সিদ্ধান্ত জুনে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স। চলতি বছরের জুন মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দেশটির সরকার। বুধবার ফরাসি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ বিষয়ে ম্যাক্রোঁ জানিয়েছেন, এটি কারও মন রক্ষা বা রাজনৈতিক লাভের উদ্দেশ্যে নয়। বরং সময় ও বাস্তবতা বিবেচনায় ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়াটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যে বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছেন। চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল, সেগুলো আগামী ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের প্রতি কড়া অবস্থান বজায় রেখেছেন তিনি। চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫

 যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।   আব্বাস আরাঘচি বলেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেবে ইরান। তবে সেই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলার