প্রশান্ত মহাসাগরে আবারও ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২০শে মে ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ন
প্রশান্ত মহাসাগরে আবারও ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আবারও ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।শনিবার (২০ মে) নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপে এ কম্পন অনুভূত হয়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, একই এলাকায় একটি বড় ভূমিকম্পের একদিন পর আবারও এমন ভূমিকম্প অনুভূত হলো। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।


এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকেন্দ্রটি ছিল ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে এবং নিউ ক্যালেডোনিয়ান দ্বীপপুঞ্জের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) পূর্বে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তার সর্বশেষ আপডেটে বলেছে যে, সুনামি তরঙ্গ ০.৩ মিটার (এক ফুট) থেকে কম হবে বলে আশা করা হচ্ছে।


এর আগে, শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।