রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ন
রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের পাশাপাশি সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘে বিশেষ অধিবেশনে এ আহ্বান জানানো হয়।


এদিন বিনা শর্তে রুশ সেনা প্রত্যাহার, যুদ্ধ বন্ধসহ বেশ কিছু বিষয়ে প্রস্তাব করলে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে। রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। চীন ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।


ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল জানান, এই ভোট প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে আছে।


ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, ভোটের মাধ্যমে স্পষ্ট হয়েছে কে কার পক্ষে। রাশিয়াকে অবশ্যই তার অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে।উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।