https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পরনে স্বল্প পোশাক, কিশোরীকে বাসে উঠাতে নারাজ চালক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০:৫২

শেয়ার করুনঃ
পরনে স্বল্প পোশাক, কিশোরীকে বাসে উঠাতে নারাজ চালক

যাত্রীর পরা পোশাকটি পছন্দ হয়নি চালকের। আর সেই অপছন্দ এমনই, যে, তার জেরে বাসে উঠতেই দেওয়া হল না সেই যাত্রীকে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে মাত্র তেরো বছর বয়সের এক কিশোরীর সঙ্গে। কোথায় ঘটেছে এমন ঘটনা? আসুন, শুনে নেওয়া যাক।

মোল্লা নাসিরুদ্দিনের সেই গল্প মনে পড়ে? যেখানে মজার ছলে নাসিরুদ্দিন বুঝিয়ে দিয়েছিলেন, কেমন করে বাইরের পোশাক দেখেই মানুষকে বিচার করি আমরা। না, কেবল আর্থিক বা সামাজিক অবস্থান নয়, মানুষের স্বভাবচরিত্র সম্পর্কেও যে আমরা অনেকসময় ধারণা করে ফেলি সেই পোশাকের সূত্রেই। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এমনটা হয়েই থাকে। কেবল রক্ষণশীল দেশেই যে মেয়েদের পোশাকবিধি নিয়ে ফতোয়া জারি করা হয় তা তো নয়, আরও অনেক জায়গাতেই পোশাক দেখে মেয়েদের বিচার করতে থাকে সতর্ক চোখ। সেই বিষয়টিকেই যেন ফের উসকে দিল এই সাম্প্রতিক ঘটনা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কী ঘটেছে ঠিক? আসছি সে কথাতেই।

বাস ধরার জন্য নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিল বছর তেরো বয়সের কিশোরী, তামারা লাহাভ। গরমের দিনে আরাম পাওয়ার জন্য তার পরনে ছিল ক্রপ শার্ট আর শর্টস। কিন্তু আরামের বদলে উলটে বিপত্তি বাধল সেই পোশাক নিয়েই। তার গন্তব্যে যাওয়ার বাসটি যখন ওই স্থানে পৌঁছয়, বাসে উঠতে গেলে বাধা দেওয়া হয় কিশোরীকে। বাসের চালক বলেন, ওই কিশোরীর পোশাক দেখে মনে হচ্ছে, তা যেন অন্যদের কাছে যৌন নির্যাতনের শামিল। অর্থাৎ এই সংক্রান্ত আইনের বিরুদ্ধতা করছে এমন পোশাক, দাবি ছিল ওই চালকের। এমনকি তার কাছে আব্রু রক্ষার জন্য কোনও বাড়তি জামাকাপড় আছে কি না, এহেন কথাও জিজ্ঞাসা করেন ওই বাসচালক। স্বভাবতই, এ জাতীয় কথায় রীতিমতো চমকে যায় ওই কিশোরী। কিন্তু তার কাছে আর কোনও জামাকাপড় নেই, এ কথা বলায় ওই কিশোরীকে বাসে তুলতেই অস্বীকার করেন চালক।

সম্প্রতি ইজরায়েলে ঘটেছে এই ঘটনাটি। গোটা ঘটনায় ওই কিশোরী কেবল অস্বস্তিতেই পড়েনি, এই ঘটনায় সামনে এসেছে লিঙ্গবৈষম্যের সেই চিরাচরিত প্রশ্নটিও। তামারা বলেছে, এহেন ঘটনায় সে এতটাই হকচকিয়ে গিয়েছিল যে ওই বাসচালকের কথার পালটা জবাব সে দিয়ে উঠতেই পারেনি। কিন্তু একইসঙ্গে তার প্রশ্ন, তার জায়গায় কোনও ছেলে থাকলেও কি এমন অনভিপ্রেত ঘটনা ঘটত?

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জাতীয় গণপরিবহন সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর মা। যে জায়গাটি ব্যক্তিগত নয়, বরং একটি গণপরিবহন, সেখানে ওই বাসচালকের আচরণ নাগরিক অধিকারে হস্তক্ষেপ এবং মর্যাদাহানিকর বলেই মনে করেছেন তিনি। কেউ কী পোশাক পরবে, তা কাউকে বলে দেওয়া যায় না বলেই তাঁর মত। এই অভিযোগকে গুরুত্ব দিয়ে ওই বাস চালক এবং সংস্থার ম্যানেজারকে অন্তর্বর্তী শুনানির জন্য তলব করেছে বাস সংস্থা। শুনানির ফল কী দাঁড়ায়, তার অপেক্ষাতেই রয়েছে ওই কিশোরী এবং তার পরিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

রাফাহ পুরোপুরি দখল ফেলেছে ইসরায়েলি বাহিনী

রাফাহ পুরোপুরি দখল ফেলেছে ইসরায়েলি বাহিনী

নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর অঞ্চল গাজা উপত্যকা। সর্বশেষ পরিস্থিতিতে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে পুরোপুরি দখল করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী ‘মোরাগ করিডর’ দখলে নিয়ে রাফাহকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত প্রায় দেড় বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে রাফাহ ছিল বাস্তুচ্যুত

ইসরায়েলের নমনীয়তা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলের নমনীয়তা সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে মিসর ও কাতার। চলতি বছরের জানুয়ারিতে চুক্তি হলেও মার্চে ইসরায়েলের হামলার মাধ্যমে তা ভঙ্গ হয়। এরপর থেকে উভয় পক্ষই নিজেদের শর্তে অনড় থাকায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা আটকে যায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কিছুটা নমনীয় হয়েছে দখলদার ইসরায়েল।   মিসরের প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি এবং আটজন জীবিত

চীনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

চীনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ অবসানে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকটি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যদি দেশগুলোর সঙ্গে চুক্তি করা যায়, তবে বাণিজ্য নীতিতে স্থিরতা আসবে। এতে আন্তর্জাতিক বাজারের

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪০

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪০

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা যেন থামছেই না। প্রতিদিনই বেড়ে চলেছে নিহত ও আহতের সংখ্যা। একের পর এক বিমান হামলায় বিধ্বস্ত হচ্ছে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এমনকি রাস্তাঘাটও। সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।   গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহতের এই সংখ্যা ছাড়াও নতুন করে আহত হয়েছেন আরও

সৌদি আরবে তেল ও গ্যাসের ১৪টি নতুন খনি আবিষ্কার

সৌদি আরবে তেল ও গ্যাসের ১৪টি নতুন খনি আবিষ্কার

সৌদি আরব জ্বালানি খাতে আরও এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এম্পটি কোয়ার্টার অঞ্চলে নতুন করে তেল ও গ্যাসের ১৪টি খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি। নতুন আবিষ্কৃত এসব খনির মধ্যে রয়েছে ছয়টি তেলের খনি, দুটি তেলের রিজার্ভার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং চারটি গ্যাস রিজার্ভার।