প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:২৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এই অভিযানে আটক করা হয়েছে দুই চোরাকারবারিকে, যারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এসব সিগারেট মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বুধবার রাতে কমলগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভানুগাছ বাজারের ভাই ভাই স্টোর নামক একটি দোকানে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করে এবং দুইজনকে হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মো. সোহাগ মিয়া (৩২) এবং মো. রাহী (১৯)। পুলিশ জানায়, অভিযানের সময় দোকান থেকে ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয় এবং সেগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, সিগারেটগুলো সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ করা হয়েছে এবং এসব অবৈধ পণ্যের বিক্রি ও পরিবহন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ধরনের পণ্য দেশের রাজস্ব ক্ষতিসহ জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ ধরনের চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চলবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারের কয়েকটি দোকানে গোপনে বিদেশি সিগারেট বিক্রির অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস করেনি। এবার পুলিশের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে।
এই ঘটনার পর কমলগঞ্জসহ আশেপাশের এলাকায় অবৈধ পণ্যের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত শেষে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।