প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৪৫
জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ছাড়া ঘরে ফেরা নয়—এই ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে এবং এই দেশে আর কোনো স্বৈরতান্ত্রিক দোসরের স্থান নেই। তিনি জনগণের উদ্দেশে বলেন, যাঁদের সন্তানরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, তাদের রক্ত যেন বৃথা না যায়। ফ্যাসিবাদী দখলদারদের শাসনের দিন শেষ হয়েছে। যারা বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাতে চায়, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। পদযাত্রায় অংশ নিয়ে তিনি আরও জানান, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংস্কার ছাড়া ও খুনিদের বিচার ছাড়া কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে দুপুর দেড়টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু করেন, যা চৌরঙ্গী মোড় ঘুরে ঢাকা রোড হয়ে ভায়না মোড়ে এসে শেষ হয়। পথসভায় নাহিদ ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী, আকতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা ও সামান্তা শারমিনসহ শীর্ষ নেতারা। তারা সবাই নতুন বাংলাদেশের স্বপ্নে আগামী আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।
এনসিপি নেতারা বলেন, ছাত্র জনতার দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন চাপিয়ে দেওয়া হলে জনগণ আবারও রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। তারা মনে করেন, এখনই রাজনৈতিক সংস্কারের সময় এবং জুলাই সনদেই সেই দিকনির্দেশনা রয়েছে।
পথসভা শেষে নেতারা নড়াইলের উদ্দেশে যাত্রা করেন। জানা যায়, এর আগে ঝিনাইদহ সফর শেষে দুপুরে মাগুরা পৌঁছান তারা। নেতাদের বহর আগত এলাকাগুলোতে ব্যাপক গণসংযোগ করে এবং জনগণের মধ্যে নতুন রাজনৈতিক চেতনার বার্তা ছড়িয়ে দেন।