https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের ভবিষ্যৎ কী?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ২:২২

শেয়ার করুনঃ
বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের ভবিষ্যৎ কী?

থাইল্যান্ডে বেড়াতে যাবেন। অনলাইনে আপনি হোটেল বুকিং দিতে চাইলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। চাইলে ডলারের বাইরে অন্য মুদ্রায়ও পেমেন্ট করা যাবে। কিন্তু ডলারে মূল্যে পরিশোধ সহজ এবং সবার কাছেই গ্রহণযোগ্য।

এটা তো গেল ব্যক্তি পর্যায়ের কথা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এক দেশ যখন অন্য দেশের কাছ থেকে কোন কিছু কেনে তখন বেশিরভাগ ক্ষেত্রে ডলারে মূল্য পরিশোধ করতে হয়।

বাংলাদেশে বিদেশ থেকে যত পণ্য আমদানি করে তার সবকিছু কিনতে হয় ডলারের মাধ্যমে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এছাড়া যা কিছু রপ্তানি করে তার মূল্যও বুঝে নেয় ডলারের মাধ্যমে।

এভাবে পৃথিবীতে যত লেনদেন হয় তার ৮০ ভাগেরও বেশি হয় আমেরিকান ডলারের মাধ্যমে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে আমেরিকান ডলারের মাধ্যমে।

প্রশ্ন হচ্ছে, এটা কি হতেই হবে? এর কি কোন বিকল্প নেই? আমেরিকান ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ান কিংবা রাশিয়ার মুদ্রা রুবল কি বিকল্প হতে পারবে?

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ইউক্রেন যুদ্ধের পর সে প্রশ্ন আরো জোরেশোরে উঠতে শুরু করেছে।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাম্পের শুল্ক ‘অ্যাটাক’, বিশ্ব অর্থনীতিতে সুনামির আশঙ্কা !

ট্রাম্পের শুল্ক ‘অ্যাটাক’, বিশ্ব অর্থনীতিতে সুনামির আশঙ্কা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বব্যাপী অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক ব্যবস্থা কার্যত বিশ্বব্যাপী বাণিজ্যিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং অনেকেই এটিকে ‘ট্রেড ওয়ার’ বা শুল্ক যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের পক্ষে দাবি করছে,

বঙ্গোপসাগর নিয়ে ভারতের নতুন দাবি, বিতর্ক তুঙ্গে

বঙ্গোপসাগর নিয়ে ভারতের নতুন দাবি, বিতর্ক তুঙ্গে

চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ওই অঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলে অভিহিত করেন এবং বাংলাদেশকে এ অঞ্চলের ‘সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্যের পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের রয়েছে।   বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে চাপের মুখে বাংলাদেশি রপ্তানি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে চাপের মুখে বাংলাদেশি রপ্তানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধি ঘোষণা করেছেন। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ

রুশ-আমেরিকা সংঘাত: যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

রুশ-আমেরিকা সংঘাত: যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

রাশিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলোর যথাযথ প্রতিফলন নেই। মস্কো মনে করে, এই প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং এটি গ্রহণযোগ্য হবে না। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াবকভ স্পষ্ট করেছেন যে, মার্কিন প্রশাসন রাশিয়ার সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখেনি, ফলে এই প্রস্তাব কার্যকর হতে পারে না।   ২০১৪

তৃতীয় মেয়াদে ও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

তৃতীয় মেয়াদে ও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়া নিষিদ্ধ, তবুও তিনি নতুন উপায় খুঁজছেন বলে ইঙ্গিত দিয়েছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মজা করছেন না এবং এটি নিয়ে ভাবার এখনই সময় নয়।   যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ টানা