পথহারাদের জন্য রাতে বন্ধ থাকবে উড়ালসেতু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই এপ্রিল ২০২২ ০৪:০৫ অপরাহ্ন
পথহারাদের জন্য রাতে বন্ধ থাকবে উড়ালসেতু

গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষে ভোল বদলানো হচ্ছে মা উড়ালপুলের। রঙের প্রলেপ পড়বে নতুন করে। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬ পর্যন্ত সেই কাজ চলার কারণে ওই সময় বনধ থাকবে উড়ালপুল।


সোমবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার রাত থেকে টানা ১৯ দিন রাত থেকে পর্যন্ত ৭ ঘণ্টা করে মা উড়ালপুলে বনধ রাখা হবে যান চলাচল।


কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, মা উড়ালপুল ব্যবহারকারীরা যাতে ভুলে ওই পথে না যান, সেজন্য প্রশাসনের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘‌ওয়ার্ক ইন প্রোগ্রেস’‌–এর বোর্ড লাগানো হচ্ছে। সারা রাত কাজ হলেও সকালে যাতে যান চলাচলে কোনও অসুবিধা না হয়, নজর রাখা হচ্ছে সেদিকেও।