প্রকাশ: ২৫ জুন ২০২১, ২৩:২৮
তিউনিসিয়ার কোস্ট গার্ড ভূমধ্যসাগর থেকে অবৈধ পথে ইউরোপগামী ২৬৭ অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। বাকি তিনজন মিসরীয় নাগরিক।
বৃহস্পতিবার (২৪ জুন) নৌকাটি ডুবে যাওয়ার ঘটনা ঘটলে তাদের উদ্ধার করা হয়।
অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়। জানা যায়, লিবিয়ার ত্রিপলি থেকে নৌকায় করে বাংলাদেশিরা রওয়ানা হয়েছিল। লিবিয়ায় বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকে এ বিষয়ে তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, তিউনেসীয় নেীবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। বন্দরটি লিবিয়া সীমান্তের ঠিক পাশেই অবস্থিত। সেখান থেকে উদ্ধারকৃত অভিবাসীদের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।
পরিসংখ্যানে দেখা যায় এবছর জানুয়ারি থেকে এক হাজারেরও হাজারের বেশি বাংলাদেশি অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমায়। আর জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে এই সংখ্যাটি প্রায় ১১ হাজারের বেশি হবে।