প্রকাশ: ১২ জুন ২০২১, ০:১১
এবার মঙ্গল গ্রহ থেকে সেলফি তুলে পাঠালো চীনের মহাকাশযান রোভার ‘ঝুরং’। চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। ২৪০ কেজি ওজনের এই রোবটের সঙ্গে যুক্ত আছে একাধিক ক্যামেরা। তা দিয়েই একের পর এক ছবি তুলছে সে। বাদ যায়নি সেলফিও।
শুক্রবার (১১ জুন) চীনের মহাকাশ সংস্থা এসব ছবি প্রকাশ করেছে। যেসব ছবিতে চোখে পড়ছে মঙ্গলের অপরূপ দিগন্ত। মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের এক বিস্তীর্ণ অঞ্চলে এসব ছবি তুলেছে ঝুরং।
চীনের তৈরি রোবটটি চলতি বছরের মে মাসে মঙ্গলের মাটিতে অবতরণ করে। আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসাবে মঙ্গল গ্রহে রোবট নামানোর কৃতিত্ব দেখিয়েছে চীন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিলো, মঙ্গলের উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখণ্ডকে ইউটোপিয়া প্লানিশা নাম অভিহিত করা হয়, সেখানকার একটি এলাকায় অবতরণ করে ছয় চাকার সৌরবিদ্যুতচালিত রোবটটি।
এই রোভার রোবটকে মঙ্গলে পাঠানো হয়েছে ছয় ধরনের কাজ করতে। গ্রহটিতে কখনও প্রাণের অস্তিত্ব ছিলো কিনা- এমন সব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি, সেখানকার বায়ুমন্ডল এবং মাটি নিয়েও গবেষণা চালাবে রোবটটি।