প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। এর আগেও তিনি এই দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির আদেশে মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, তিনি প্রধানমন্ত্রী নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এবং তার নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন; রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।